জনতার কলম ওয়েবডেস্ক :- প্রবীণ সাংবাদিক ও বিশ্বখ্যাত সম্প্রচারক মার্ক টালি আজ নয়াদিল্লিতে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে আন্তর্জাতিক সাংবাদিকতা জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতায়। সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি ১৯৬০-এর দশকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি (BBC)-তে যোগ দেন। দক্ষতা, বিশ্লেষণধর্মী রিপোর্টিং এবং ভারতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা গভীরভাবে তুলে ধরার জন্য তিনি দ্রুতই খ্যাতি অর্জন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মার্ক টালি বিবিসির ভারতীয় সংবাদদাতা (India Correspondent) হিসেবে কাজ করেন এবং পরে টানা দুই দশকেরও বেশি সময় ধরে নয়াদিল্লিতে বিবিসির ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় উপমহাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে তাঁর রিপোর্ট এবং বিশ্লেষণ আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ভারতীয় জীবনধারা, গণতন্ত্র ও সমাজব্যবস্থা নিয়ে লেখা তাঁর বহু প্রতিবেদন ও গ্রন্থ আজও পাঠকের কাছে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
মার্ক টালির মৃত্যুতে সাংবাদিকতা জগৎ হারাল এক প্রভাবশালী কণ্ঠস্বর ও নিরপেক্ষ বিশ্লেষকের অনন্য ব্যক্তিত্ব।

