জনতার কলম ওয়েবডেস্ক :- বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন (Special Intensive Revision – SIR)–এর দ্বিতীয় পর্যায় শুরুর পর থেকে ভোটারদের মধ্যে ৯৯ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০ কোটি ৫০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম ভোটারদের হাতে পৌঁছে গেছে। চলতি মাসের ৪ তারিখ থেকে নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR–এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে।
এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো—ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, পুদুচেরি, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
নির্বাচনী তালিকার এই ব্যাপক পুনর্মূল্যায়ন আগামী বছরের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে শেষ হবে বলে কমিশন জানিয়েছে।

