জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও বিশালগড় থানা ঘেরাও প্রমীলা বাহিনীর, দেখিয়েছেন বিক্ষোভও। অভিযোগ ছিনতাইকান্ডে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার না করে আটক করে রেখেছে এক নিরীহকে। ঘটনার বিবরনে জানা যায় বিশালগড় বাইপাস এলাকায় এক বোলেরো গাড়ি সহ নগদ টাকা ছিনতাই কান্ডের ঘটনা ঘটেছিল, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানা একটি মামলা নিয়েছিল।
তারপর গত শনিবার বিশালগড় বাইপাস এলাকায় এক বোলেরো গাড়ি সহ নগদ টাকা ছিনতাই কান্ডে পুলিশ মধ্যলক্ষ্মীবিল এলাকার এক নির্দোষ যুবককে গ্ৰেপ্তার করে পুলিশ, পরে বিশালগড় বাইপাস সড়কের ছিনতাই কাণ্ডের মাস্টার মাইন্ড বিদ্যুৎ সরকারকে আটক করে স্থানীয় এলাকাবাসীরা তুলে দেয় পুলিশের হাতে, কিন্তু পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে ছেড়ে নিরীহ শুভঙ্কর দাসকে আটক করে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন আজ সকালে থানা ঘেরাও করে প্রমীলা বাহিনী।