Site icon janatar kalam

বিশালগড়ে ছিনতাইকাণ্ডের রহস্য ফাঁস, পুলিশের ফাঁদে ধরা পড়ল মূল অভিযুক্ত অজয় দাস

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-বিশালগড়ে টাকা ছিনতাই মামলার জট অবশেষে খুলতে শুরু করেছে। ভাগ্নীর বিয়ের খরচের জন্য ধার করা প্রায় পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ তদন্তের পর পুলিশের হাতে ধরা পড়েছে মূল সূত্ৰধার অজয় দাস। সোমবার তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

কয়েকদিন আগেই রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এক ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ ছিনতাই হওয়ার পর শুরু হয় তীব্র চাঞ্চল্য। অভিযোগ পেয়ে বিশালগড় থানার অফিসার প্রসেনজিৎ দেবনাথ তদন্তের দায়িত্ব নেন। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের পর রবিবার গভীর রাতে বাইপাস অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে অজয় দাসকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ।

তদন্তকারী অফিসার সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অজয়ের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষ জড়িত থাকার স্পষ্ট প্রমাণ মিলেছে। পাশাপাশি তিনি একা কাজ করেছে, নাকি আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত—সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হবে এবং ঘটনার পূর্ণ তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

 

 

Exit mobile version