Site icon janatar kalam

বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন এক প্রতিনিধি দল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন সেখানকার এক প্রতিনিধি দল। বুধবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। গোটা দেশের সাথে রাজ্যকে যুক্ত করতে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলির গুরুত্ব অপরিসীম। স্বল্প খরচে রাজ্যের বাইরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনই একমাত্র সম্বল মধ্যবিত্ত পরিবারের।

বর্তমানে আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পর্যন্ত দূরপাল্লা ট্রেনের সম্প্রসারণ হলেও বিলোনিয়া রেলস্টেশন এর থেকে বঞ্চিত বলে অভিযোগ। তাই বিলোনিয়া সহ এর আশপাশের এলাকাবাসীদের রাজ্যের বাইরে কোথাও যেতে হলে আগরতলা নয়তো সাব্রুমে যেতে হয়।

তাই বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দ্বারস্থ হলেন দক্ষিণ ত্রিপুরার এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের এক সদস্য জানান মুখ্যমন্ত্রী তাদের আবেদন শুনে আশ্বাস দিয়েছেন তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন।

 

 

 

Exit mobile version