জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শুক্রবার রাতে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে জলসার আয়োজন হয়। উচ্চস্বরে ডিজে বাজানোর কারণে পুলিশ বাধা দেয়, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বাধা মানতে অস্বীকার করে।
ঘটনাস্থলে গিয়ে থানার ওসি স্টেজে উঠে গান বন্ধ করার নির্দেশ দিলে তাঁকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে মারপিট করা হয়। এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই প্রকাশ্যে পুলিশকে মারপিট করার ঘটনাকে মেনে নিতে পারেনি।
পরবর্তীতে পুলিশ পেটানোর ঘটনায় ক্লাবের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন ক্লাব সম্পাদক অলক বনিক, পূজা কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস, সভাপতি শ্রীবাস সেন, এবং সদস্য সুব্রত দেবনাথ, নিটন দেবনাথ, আদিত্য দত্ত ও লিটন হাজারি। শনিবারই তাদের আদালতে তোলা হয়। এই ঘটনায় বিলোনিয়ায় রেকর্ড সৃষ্টি হয়েছে, এবং এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

