জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বুধবার তিনি কংগ্রেস নেতার গাড়ি ভাংচুর, এবং বাগমা কংগ্রেস অফিসে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগুন ধরিয়ে দেওয়া ও তচনচ করার প্রসঙ্গে পুলিশি ভুমিকা নিয়ে সরব হলেন। তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়ে এই ধরনের ঘটনা যাতে বন্ধ করা হয়। আশিস বাবু বলেন বিরোধী দল করা নিয়ে যদি বিরোধী দলের নেতাদের আক্রমনের লক্ষ্য বস্তু করা হয় এমন কি বিরোধী দলের কর্মীদের জীবন সম্পত্তি হানি করার লক্ষ্য আনা হয় তবে আগামী দিন এর পরিণাম ভুগতে হবে বলে হুশিয়ারি দেন তিনি।তিনি এদিন স্পষ্ট জানান বিরোধী দলের অফিস পুড়িয়ে দিয়ে বিরোধী দলের কর্মসূচিকে বাঞ্চাল করা যাবে না। কংগ্রেস দলের সাংগঠনিক পদক্ষেপকে রুখে দেওয়া যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে কংগ্রেস এই বিষয় গুলি বার বার নিয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন এই বিষয় গুলি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। কিন্তু তা এখনো চলছে তা বন্ধ হচ্ছে না। এ নিয়ে ফের সরব হলেন তিনি।এই সাংবাদিক সম্মেলনে এদিন অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রবির চক্রবর্তী, প্রশান্ত সেন চৌধুরী প্রমুখ।