Site icon janatar kalam

বিরোধী দলনেতা হিসেবে সরকারের ভালো কাজকে সমর্থন করা এবং ভুলভ্রান্তি জনসমক্ষে তুলে ধরা হবে : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সরকারের বিরোধিতা করা নয়, মানুষের স্বার্থে বিভিন্ন বিষয় বিধানসভার ভিতরে ও বাইরে যাতে তুলে ধরা যায় সেই চেষ্টা করা হবে। বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণের পরে বুধবার প্রতিক্রিয়ায় একথা বললেন জিতেন চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে সরকারের যেসব ভালো কাজকে সমর্থন করা এবং তা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে বাস্তবায়িত হয় এক্ষেত্রে আওয়াজ তোলা।

জিতেন বাবু আরও বলেন বিরোধী দলনেতা হিসেবে কাজ হবে সরকারের যেখানে ভুলভ্রান্তি কিংবা জনবিরোধী কাজ হচ্ছে তা জনসমক্ষে তুলে ধরা। বুধবারই বিরোধী দলনেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বাম বিধায়ক জিতেন চৌধুরী। এতদিন ধরে তিপ্রা মথা বিরোধী দলের আসনে ছিলেন। বিরোধী দলনেতার দায়িত্ব এক বছর সামলেছেন অনিমেষ দেববর্মা।

কিন্তু সম্প্রতি সরকারের সহযোগী হয়ে গেছে প্রধান বিরোধী দল তিপ্রা মথা। সরকারের ঢুকে গেছে তারা। স্বাভাবিক ভাবে বিরোধী দলের তকমা আর নেই তাদের। ফলে ত্রিপুরা বিধানসভার সংখ্যার নিরিখে সাংবিধানিক নিয়ম মেনে প্রধান বিরোধী দল হওয়ার যোগ্য সিপিএম। সেই মতো বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেবের কাছে বিরোধী দলনেতা হিসেবে সিপিএম এর তরফে নাম যায় বিধায়ক জিতেন চৌধুরীর।

ফলে এদিন সিপিএম সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধান বিরোধী দলের মর্যাদা পায় এবং জিতেন বাবুকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন অধ্যক্ষ। বুধবার দলের অন্য বিধায়কদের নিয়ে অধ্যক্ষের রুমে যান জিতেন বাবু। এবং দলের তরফে চিঠি জমা দেন।

 

 

 

 

 

Exit mobile version