জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জনজাতি আন্দোলনের পথিকৃৎ ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের কিংবদন্তি নেতা শহীদ বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। সকলেই একসুরে জানান, বিরসা মুন্ডার জীবনদর্শন, আত্মত্যাগ ও আদিবাসী অধিকার আন্দোলনের চেতনা আজও সমাজকে দিশা দেখায়। বিশেষত নতুন প্রজন্মের কাছে তিনি সংগ্রামের প্রতীক ও অনুপ্রেরণার উৎস।
নেতৃত্বের বক্তব্যে উঠে আসে—জল, জঙ্গল, জমির অধিকার রক্ষায় বিরসা মুন্ডার লড়াই ইতিহাসে চিরঅমলিন। তাঁর স্বপ্নের সমাজ গড়ার দায়িত্ব আজকের যুবসমাজকেই এগিয়ে বহন করতে হবে।
অনুষ্ঠানের শেষে দুই মিনিট নীরবতা পালন করে শহীদ বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই। দিনটি পালন করা হয় শান্ত, মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে।

