বিয়ের ৬ মাসের মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবকের
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিয়ের ৬ মাসের মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবকের। অভিযোগ স্ত্রী সহ তার শ্বশুর বাড়ির লোকেরা খাবারে বিষ মিশিয়ে তাকে খুন করেছে। মৃত যুবকের নাম শাহীন কবীর। ঘটনা উদয়পুর নেতাজীনগরে। গত ৪ মে তাকে প্রথম গোমতী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহীন।
ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পেশায় ওই যুবক অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের ফটোগ্রাফার ছিল বলে জানা যায়। অভিযোগ, তার স্ত্রী তার সঙ্গে সংসার করতে রাজি ছিল না।
এনিয়ে পঞ্চায়েতে সালিসি সভাও হয়। কিন্তু স্ত্রী তার সঙ্গে সংসার করতে রাজি ছিলনা। প্রায় এক মাস আগে শাহীনের স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। গত ৪ মে শশুর বাড়ির লোকেরা শাহীনকে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে বিষ পান করানো হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।