janatar kalam

বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসায় সহায়তা মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৩৮-তম পর্বে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্য প্রত্যাশী জনগণ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা’র সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জনগণ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের অভাব, অভিযোগ ও সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেন। চিকিৎসা, সামাজিক ভাতা, কর্মসংস্থান, জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সমস্যা পীড়িতদের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

আগরতলার পূর্ব থানা লেনের ক্যান্সার আক্রান্ত শঙ্কর চক্রবর্তী অসুস্থতার জন্য বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি হার্নিয়া রোগেও ভুগছেন। চিকিৎসার প্রয়োজনীয় ঔষধপত্র কেনা সহ ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার প্রতিপালন কষ্টকর হয়ে পড়েছে বলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী সাথে সাথে অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের সুপারের সাথে কথা বলে তার চিকিৎসায় বিনামূল্যে ঔষধপত্র সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জন্মগত বিভিন্ন রোগে আক্রান্ত আগরতলার মাস্টার পাড়ার রূপা সাহা চিকিৎসার জন্য সাহায্যের দাবি জানালে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারের সাথে কথা বলে বিনামূল্যে তার ঔষধপত্র ও ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেন। মেলারমাঠের শিপ্রা রায় সাহা তার স্বামীর চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলে তিনি চিকিৎসায় সহায়তার আশ্বাস দেন।

ধলেশ্বরের মন্তোষ চৌধুরী মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তার সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছেন। আগরতলার ইন্দ্রনগরের বাসিন্দা বিপ্লব পালের ছেলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় শ্রীপালের ছেলের ডান হাত ভেঙে যায় এবং ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি আইএলএস হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। বিপ্লব পাল তার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজ আগরতলার ভাটি অভয়নগরের সন্ধ্যা দাস, ভট্ট পুকুরের শঙ্কর চন্দ্র দাস, দক্ষিণ রামনগরের জয় সরকার, টাকারজলার পাঠালিয়াবাড়ির মনীষ দেব বিভিন্ন রোগের চিকিৎসার সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে জিবি হাসপাতালের ডেপুটি সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাছাড়াও জমি সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছিলেন সূর্যমণিনগরের তানিয়া দাস, নলছড়ের অরুণ চন্দ্র দাস। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার পর তারাও তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে আশ্বস্ত হন।

আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরোমণি দেববর্মা, জিবি হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপার ডা. কনক চৌধুরী উপস্থিত ছিলেন।

Exit mobile version