জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইপিএফ এবং ইএসআইসি ভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা, পেনশন ন্যূনতম ৫ হাজার টাকা করা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে সোচ্চার হয়েছে বি এম এস। মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় জেলাশাসকের মাধ্যমে এরা ডেপুটেশন দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। রাজ্যের ৮ জেলাতেও এদিন এই কর্মসূচি পালিত হয়। আগরতলায় স্কঞ্চছ এর উদ্যোগে একটি বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়।
সেখানে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবিসনদ পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশে। মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাসক দল বরাবরই দাবি করে থাকে কর্মচারীদের এখন দাবি আদায়ের জন্যে রাস্তায় নামতে হয়না। কিন্তু শাসক দলের সমর্থক শ্রমিক সংগঠনের তরফে এদিনের দেশ ব্যাপী এই আন্দোলন কর্মসূচির পর সরকার পক্ষ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।