জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালের জানুয়ারি মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শারীরিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ৩২৯ টা পোষ্টে নিয়োগের জন্য। তারমধ্যে ৩০৪ টি ছিল ফায়ারম্যান এবং ড্রাইভার ছিল ২৫ টি। কিন্তু শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না বিগত প্রায় দেড় বছর। এ নিয়ে কয়েক বার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে । পরিতাপের বিষয় হলো চাকরিপ্রার্থীরা কোন জায়গা থেকেই সদুত্তর পায়নি। রবিবার পুনরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে একত্রিত হয়েছিল চাকুরী প্রার্থীরা । দুর্ভাগ্যের বিষয় হলো এদিনেও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি । পুলিশ তাদেরকে এই স্থান থেকে হটিয়ে দিয়েছে ।