জনতার কলম আগরতলা প্রতিনিধি:-মঙ্গলবার দিল্লিতে সাংসদ বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে ন্যাশনাল হাইওয়ে লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড (NHLML)-এর প্রধান কার্যকরী অধিকারী শ্রী রাজেশ মলিকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ত্রিপুরার তিনটি গুরুত্বপূর্ণ রোপওয়ে প্রকল্প— মহারানী থেকে ছবিমুড়া, উদয়পুর রেল স্টেশন থেকে ত্রিপুরাসুন্দরী মন্দির এবং ত্রিপুরাসুন্দরী মন্দির থেকে ছবিমুড়া—এর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়।
সাংসদ বিপ্লব দেব জানান, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থান ও আয়বৃদ্ধির পথ সুগম হবে।
NHLML-এর প্রধান রাজেশ মলিক আশ্বাস দেন, খুব শিগগিরই তাদের বিশেষজ্ঞ দল ত্রিপুরায় এসে প্রকল্পগুলির কাজ তদারকি ও অগ্রগতি পর্যালোচনা করবে।
ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন—এই রোপওয়ে প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের যোগাযোগ ও পর্যটন ক্ষেত্রের নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

