janatar kalam

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, আসাম রাইফেলসের উদ্যোগে উপকৃত শতাধিক গ্রামবাসী

জনতার কলম ওয়েবডেস্ক :- দিমা হাসাও জেলার দুর্গম কপেইলো গ্রামে আসাম রাইফেলসের উদ্যোগে এবং A Ray of Hope ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (২৩ আগস্ট ২০২৫) এক বিশেষ বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

এদিন গ্রামে পৌঁছে সেনা চিকিৎসক দল ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণসহ গ্রামবাসীদের স্বাস্থ্য সচেতনতার উপর বিশেষ আলোচনা করেন।

চিকিৎসা শিবিরে মোট ২৩৬ জন গ্রামবাসী উপকৃত হন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনের নির্দেশনা প্রদান করা হয়। শিবিরে উপস্থিত গ্রামবাসীরা আসাম রাইফেলসের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয় জনগণের প্রতি আস্থা ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তুলতে এই উদ্যোগকে আসাম রাইফেলসের ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানানো হয়েছে।

Exit mobile version