বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর, সর্বসান্ত পরিবার
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই বসতঘর। ঘটনাটি ঘটে বিলোনিয়া থানার অন্তর্গত গাছবাড়িয়া এলাকায় হারাধন মজুমদারের বাড়িতে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এদিন এই অগ্নিসংযোগ ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। জানা যায় শনিবার দুপুরে গাছবাড়িয়া এলাকায় হারাধন মজুমদারের বাড়িতে তার ছেলে বিনয় মজুমদারের ঘরে আচমকাই আগুন লেগে যায়। ঘরটিতে প্রচুর পরিমাণে রাবারসহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল।
যেহেতু ঘরটির সাথে রান্নাঘরের কোন যোগসুত্র ছিল না তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এদিকে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গ্যাস ভর্তি সিলিন্ডারটি ফেটে যায়, ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবই শেষ। জানা যায় হারাধন মজুমদারের ছেলে পেশায় কৃষক। বিনয় মজুমদার ঘর তৈরি করার জন্য নগদ টাকা ঘরে এনে রেখেছিল।