Site icon janatar kalam

বিধায়কের প্রাণ সংশয়ের আশঙ্কার পোস্ট ঘিরে চাঞ্চল্য,তবে কি এর পেছনে স্বদলীয় কোন্দল নাকি অন্যকিছু?

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আচমকা সামাজিক মাধ্যমে শাসক দলের বিধায়কের প্রাণ সংশয়ের আশঙ্কার পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশালগড়ের যুব বিধায়কের এমন পোস্ট কেন উঠছে প্রশ্ন। তবে কি এর পেছনে স্বদলীয় কোন্দল নাকি অন্যকিছু? জনমনে উঠছে প্রশ্ন। সোমবার রাতে বিশালগড়ের বিজেপি বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন।

তাতে তিনি লিখেন বিশালগড়ে বিধায়ক গৌতম প্রসাদ দত্ত , বিধায়ক পরিমল সাহা খুন হয়েছেন। কিন্তু তাদের মায়ের চোখের জলের সম্মান দেওয়া হয়নি। তিনি সামাজিক মাধ্যমে বিশালগড়বাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ রাখেন আগামীদিনে যদি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কিছু হয়, তাহলে উনার মায়ের চোখের জলের যেন সম্মান দেওয়া হয়। শাসক দলের একজন বিধায়কের এমন পোস্ট ঘিরে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এমন পোস্ট দিলেন বিধায়ক সুশান্ত দেব। তাও সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠছে তিনি যদি নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা করে থাকেন তাহলে দলের শীর্ষ স্তরে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর গোচরে বিষয়টি জানিয়েছেন কিনা? নাকি সামাজিক মাধ্যমে পোস্ট করে অন্য কিছু বোঝাতে চেয়েছেন। এও প্রশ্ন উঠছে তবে কাদের নিয়ে উনার এই ভয়? দাবি উঠেছে যুব বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার।

Exit mobile version