Site icon janatar kalam

বিধানসভার শীতকালীন অধিবেশনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা ত্রিপুরা রাজ্যপালের 

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তাদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশনের উদ্বোধনী ভাষণে এই পরামর্শ দেন রাজ্যপাল।

শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় প্রথা অনুসারে এদিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশনের কাজ । অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, ২০২৩ সালটি গোটা দেশের জন্য খুবই উল্লেখযোগ্য ছিল। এই প্রসঙ্গে চন্দ্রায়ন এবং আদিত্য এল-ওয়ান মিশনের উল্লেখ করেন রাজ্যপাল। ইসরোর বিজ্ঞানী সহ সকল সদস্যদের অভিনন্দন জানান রাজ্যপাল।এদিন বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন রাজ্যপাল ।তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার ও পরিকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের অর্থনৈতিক ভিত বজবুত করে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো জানান ,রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যবাসীর সার্বিক বিকাশ, স্বচ্ছতা ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ।সুশাসন ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ই-কেবিনেট চালু করা হয়েছে।উল্লেখ্য এবারী প্রথম বিধানসভায় ভাষণ দিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এদিন মোট ৪৮ মিনিট ২৭ সেকেন্ড ভাষণ দেন তিনি। গাজা অভিযানে পুলিশের সাফল্যের ও তুলে ধরেন তিনি । এদিন রাজ্যপালের প্রদত্ত ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব আনেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে আলোচনায় অংশগ্রহণ করবেন সদস্যরা।

Exit mobile version