Site icon janatar kalam

বিধানসভায় বিরোধী দলনেতার জাত নিয়ে কটাক্ষ কৃষিমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাম না নিলেও নিজের ভাইয়ের প্রসঙ্গ জীতেন্দ্র চৌধুরীর মুখ থেকে শুনতেই দাঁড়িয়ে পড়েন মন্ত্রী সুধাংশু দাস এবং রেগে গিয়ে জীতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে কথা বলেন মন্ত্রী রতন লাল নাথও। উল্লেখ্য সোমবার ছিল বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী যখন বর্তমান সরকারের বিভিন্ন কাজ ও বাজেট নিয়ে সমালোচনা করছিল, তখন জীতেন্দ্র টৌধুরী আচমকাই নাম না করে সুধাংশু দাসের ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান মন্ত্রী সুধাংশু দাস।

পাশাপাশি রেগে লাল হয়ে যান রতন লাল নাথ। এদিন রতন লাল নাথ জীতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে কথা বলেন। রতন লাল নাথ বলেন বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছিল জীতেন্দ্র চৌধুরীকে, কিন্তু জীতেন্দ্র চৌধুরী ব্যাস্ত ব্যাক্তিগত আক্রমন নিয়ে। তাতেই রেগে যান রতন লাল নাথ। রতনবাবু বলেন জীতেন্দ্র চৌধুরী নিজের জাতের পরিচয় দিয়েছে।

অন্যদিকে এদিন জাত নিয়ে কথা বলায় বিরোধী দলের কর্মীরাও রেগে আগুন। কিন্তু জীতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে কথা বলার পরেও এদিন তীপ্রা মথার বিধায়করা ছিল চুপ। রতন লাল নাথের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই একপ্রকার ছি ছি রব উঠেছে।

 

 

Exit mobile version