Site icon janatar kalam

বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও ‘স্মার্ট মিটার জ্বলন্ত ইস্যুর মধ্যেই সরকারের জল করও বৃদ্ধি”, প্রত্যাহারের দাবিতে সরব সিপিআইএম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও ‘স্মার্ট মিটারের জ্বলন্ত ইস্যুর মধ্যেই সরকার জল করও বৃদ্ধি করেছে। এই অবস্থায় ক্ষোভে ফুঁসছেন মানুষ। সিপিএমের পক্ষ থেকে মঙ্গলবার একসাংবাদিক সম্মেলন করে সরকারের এই দুই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর জলের টেক্সও বাড়িয়েছে সরকার। এই দুই ইস্যুতে সোচ্চার হলো সিপিএম।

দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপির লোকেরা যেন বর্ধিত বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার নিয়ে আন্দোলন না করেন তার জন্যে বিদ্যুৎ মন্ত্রী বিজেপির অফিস থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। সরকারের সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে জানান তিনি। জিতেন্দ্র চৌধুরী বলেন, আগে জলের জন্যে মাসে ৩০ টাকা করে নেওয়া হতো। তারপর তা বাড়িয়ে ৪০ টাকা করা হয়। এখন ৬০ টাকা করেছে জল বোর্ড। অর্থাৎ জলের কর ১০০ শতাংশ বাড়ানো হলো। মঙ্গলবার সিপিএমের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ ও জলের বর্ধিত মাশুল নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে ও ছিলেন।

তিনি বলেন, স্মার্ট মিটার ব্যবহারের ফলে গ্রাহকদের স্বার্থ বিঘ্নিত হবে। তিনি আরো বলেন বামফ্রন্টের সময়ে ডিউটি চার্জ ছিল না। এটা সরকারের ঘরে যাবে। টাচটা আগে ৭ দিনের মধ্যে বিল পরিশোধ করলে ৫ শতাংশ ছাড় পাওয়া যেত। এখন তা কমিয়ে ৩ শাতাং করা হয়। তও ৫ দিনের মধ্যে বিল পরিশোধ করতে হবে। সিপিএমের পক্ষ থেকে এই বর্ধিত বিদ্যুৎ মান্ডল ও বর্ধিত জল কর প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় দল আন্দোলন চালিয়ে যাবে বলে জানান রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

Exit mobile version