Site icon janatar kalam

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রমিলা বাহিনীর

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রমিলা বাহিনীর। শনিবারের মধ্যে পরিষেবা স্বাভাবিক করে না দিলে রাস্তা অবরোধের হুমকি দিলেন মহিলারা। কালবৈশাখী ঝড়ে ৪ দিন আগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিশ্রামগঞ্জ পশ্চিম বড়জলা পালপাড়ায়। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো এলাকা। বিদ্যুত না থাকায় ব্যাঘাত ঘটছে পানীয় জল সরবরাহে।

লেখাপড়া করতে পারছেন না ছেলে-মেয়েরা। এই তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু থেকে বয়স্করা। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার জন্য লোকজন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের অফিসে বার কয়েক ফোন করলেও কোন সাড়া দিচ্ছেন না বিদ্যুৎ কর্মীরা বলে অভিযোগ।এতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। শনিবার এই এলাকায় যান বিদ্যুৎ নিগমের কর্মীরা।

অভিযোগ তখনই ভুক্তভোগী পরিবার গুলির মহিলারা বিক্ষোভ দেখান।অভিযোগ বিদ্যুৎ কর্মীরা নাকি তাদের জানিয়েছেন আরও ৭ দিন সময় লাগবে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে মহিলাদের মধ্যে। তারা বিদ্যুৎ কর্মীদের মই রেখে দেন। দাবি জানান যতক্ষণ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হবে ততক্ষণ মই দেওয়া হবে না। প্রয়োজনে রাস্তা অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন মহিলারা।

Exit mobile version