Site icon janatar kalam

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নির্মাণ শ্রমিকের পাশে দাঁড়ালো ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর নন্দননগর এফসিআই গোডাউনের পাশে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। সোমবার ওই জায়গাটি পরিদর্শনে যান অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির তরফে এক প্রতিনিধি দল। দেখা যায় এক জন শ্রমিকের মৃত্যুর পরও সেখানে কাজ চলছে। শ্রমিকদের নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রয়েছে নির্মীয়মান ফ্ল্যাটটির বিদ্যুৎ ব্যবস্থা।

তা দেখে তাজ্জব সমিতির প্রতিনিধিরা। তাদের আশঙ্কা এই ভাবে অসুরক্ষিত অবস্থায় বিদ্যুৎ ব্যবস্থা থাকলে আরো শ্রমিকের প্রাণ নাসের আশঙ্কা রয়েছে। এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা ইমাম হুসেন। উল্লেখ্য, নির্মীয়মান এই ফ্ল্যাটের মালিকের নাম নন্দন দাস গুপ্ত।

আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিকের নাম আমিনুল ইসলাম মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি প্রয়াত শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান সেখানে দেখাযায় উন্মুক্ত বিদ্যুৎ ব্যবস্থা শর্ট সার্কিট হয়ে অনেক জায়গা জ্বলে পুড়ে রয়েছে। মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক ইমাম হোসেন দাবি জানান, যেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষ তাই এখন কাজ যেন বন্ধ রাখা হয়। সেই সঙ্গে যাদের খামখেয়ালির দরুন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।

Exit mobile version