Site icon janatar kalam

বিদ্যালয়ে বিক্ষোভের জেরে পুলিশের লাঠিচার্জ, আহত একাধিক ছাত্রছাত্রী হাসপাতালে, তীব্র নিন্দা শিক্ষামহলে!

 

জনতার কলম আগরতলা প্রতিনিধি:-দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী ব্লকের রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা ছড়াল শিক্ষকদের বদলির প্রতিবাদ ঘিরে। মঙ্গলবার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পথ অবরোধে সামিল হওয়ার পর বুধবার পুনরায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবিতে ছাত্রছাত্রীরা টানা দ্বিতীয় দিন আন্দোলনে নামে। বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, ছাত্রছাত্রীদের আন্দোলন থামানোর জন্য প্রথমে পুলিশ তাদের হুঁশিয়ারি দেয়, কিন্তু ছাত্রছাত্রীরা তাতে কর্ণপাত না করে আন্দোলন চালিয়ে যেতে থাকে।

অভিযোগ, এরপর বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাসের নির্দেশে কর্তব্যরত এএসআই মরন বৈদ্য নেতৃত্বে পুলিশ ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ চালায়। এতে ১২ জনেরও বেশি ছাত্রছাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর এমন নির্মম হামলা বর্বরতারই পরিচায়ক। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকা। ছাত্রছাত্রী ও অভিভাবকরা বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস ও এএসআই মরন বৈদ্যের শাস্তির দাবি তুলেছে।

অভিভাবক মহল ও স্থানীয়দের দাবি, “পুলিশ ছাত্রছাত্রীদের শত্রু নয়। অথচ যারা ন্যায্য দাবিতে আন্দোলন করছে, তাদের উপর এমন আক্রমণ নিন্দনীয়।”

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

Exit mobile version