জনতার কলম ওয়েবডেস্ক :- বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও একধাপ বৃদ্ধি পেল। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি-কে নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই দুই যুদ্ধজাহাজের সংযোজন প্রমাণ করে যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। ভারতীয় নৌবাহিনী কেবল উপকূল নয়, গোটা হিন্দ মহাসাগর অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি জানান, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE)-এর তৈরি INS হিমগিরি এবং মুম্বইয়ের মঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড-এর তৈরি INS উদয়গিরি সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে গড়া আধুনিক যুদ্ধজাহাজ। এই জাহাজগুলিতে রয়েছে দীর্ঘপাল্লার সারফেস-টু-সারফেস মিসাইল, সুপারসনিক ব্রহ্মোস মিসাইল, দেশীয় রকেট লঞ্চার, টর্পেডো লঞ্চার, যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেম ও অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই যুদ্ধজাহাজগুলো ভবিষ্যতের সমুদ্র অভিযানে গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে।”
রাজনাথ সিংহ এদিন আরও ঘোষণা করেন, “INS তামাল ছিল ভারতীয় নৌবাহিনীর জন্য শেষ বিদেশি অর্ডার। এরপর থেকে আর কোনো যুদ্ধজাহাজ বিদেশে তৈরি করা হবে না, সব জাহাজ ভারতের মাটিতেই নির্মিত হবে। এটা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি বলেন, হিন্দ মহাসাগরে চলা শক্তির লড়াই আমাদের সতর্ক করে দেয়। বিভিন্ন দেশের স্বার্থ এখানে জড়িত, তাই ভারতকে শক্তিশালী সামুদ্রিক প্রস্তুতি রাখতে হবে। নৌবাহিনী শুধু সীমান্ত সুরক্ষাই নয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তার অন্যতম স্তম্ভ। তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানির সরবরাহ হিন্দ মহাসাগরের নিরাপত্তার ওপর নির্ভরশীল।
অপারেশন সিন্ধুর প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী
রাজনাথ সিংহ বলেন, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আঘাত হেনে অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারত কার্যকর জবাব দিয়েছে। নৌবাহিনীকে সুযোগ দেওয়া হলে বার্তা আরও কঠোর হতো। তিনি স্পষ্ট করে বলেন, ভারত কখনও আগ্রাসী সম্প্রসারণবাদে বিশ্বাস করে না। তবে দেশের নিরাপত্তায় আঘাত এলে ভারত জানে কীভাবে জবাব দিতে হয়। তাঁর কথায়, “অপারেশন সিন্ধুর শেষ হয়নি, এটি কেবল বিরতিতে রয়েছে।”
প্রতিরক্ষামন্ত্রীর দাবি, INS উদয়গিরি ও INS হিমগিরি দেশের সামুদ্রিক নিরাপত্তায় মাইলফলক হয়ে থাকবে এবং হিন্দ মহাসাগর অঞ্চলে ভারতের অবস্থান আরও দৃঢ় করবে।