Site icon janatar kalam

“বিজ্ঞান যতই অগ্রসর হোক, রক্তের বিকল্প নেই”—মেগা রক্তদান শিবিরে মন্ত্রীর বার্তা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- “রক্তদান মহৎ দান। বিজ্ঞান বহুদূর এগোলেও রক্তের কোনো বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। তাই মানুষের জীবন বাঁচাতে রক্তদানের ক্ষেত্রে সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন।” — আজ আগরতলার আড়ালিয়াস্থিত প্রজাপিতা ঈশ্বরীয় সেবা কেন্দ্রে আয়োজিত মেগা রক্তদান শিবিরে এভাবেই মত প্রকাশ করেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মুখ্য সঞ্চালিকা দাদি প্রকাশমনিজির ১৮তম স্মৃতি দিবস উপলক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে রক্তদানে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, আগরতলা পুরনিগমের কর্পোরেটর শিল্পী দেওয়ান দাস, সাংবাদিক সুবল কুমার দে, সমাজসেবী স্বপ্না দাস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ সঞ্চালিকা বি. কে. মণিকা বেহেনজি, বি. কে. শঙ্করাচার্য, বি. কে. কল্পনা বোনসহ অন্যান্য সদস্যরা।

আজকের এই মেগা রক্তদান শিবিরে মোট ৭৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের দাবি, সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতে এবং মানবতার সেবায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Exit mobile version