Site icon janatar kalam

বিজেপি সরকার রাজ্যে আসার পরে বেকারত্বে রেকর্ড করে দিয়েছে : যুব কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব কংগ্রেসের কর্মীদের বিভিন্ন জায়গায় রাস্তা থেকে জোর করে বিজেপি অফিসে নিয়ে পতাকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। যা কিনা লজ্জাকর ঘটনা। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন।

সংগঠনের রাজ্য সভাপতির অভিযোগ রাজ্যের এতই বেহাল অবস্থা যে মা সন্তান বিক্রি করে দিচ্ছেন। তিনি বিপ্লব কুমার দেবের নাম না করে অভিযোগ করেন প্যারাস্যুট দিয়ে উড়ে আসা নেতারা সন্তান বিক্রির অভিযোগ অস্বীকার করছেন। যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন ২০১৮ সালের আগে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে বছরে ৫০ হাজার চাকরি দেওয়ার।

কিন্তু বছরে ৫ হাজারো চাকরি দেয়নি। যাও চাকরি হয়েছে অনেক চাকরি বাইরের যুবরা পেয়েছে। টি এস আরে চাকরিতে নিয়োগে দুর্নীতি হয়েছে। বিজেপি সরকার রাজ্যে আসার পরে বেকারত্বে রেকর্ড করে দিয়েছে। ত্রিপুরায় বেকারত্বের হার ১৪ দশমিক ৩ শতাংশ।

এতো বেকারত্ব ত্রিপুরা রাজ্যে কখনও ছিল না। অথচ বিজেপি নেতারা মাইকে বড়ো বড়ো কথা বলছেন। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস নেতারা সকলের কাছে আবেদন রাখেন ইন্ডিয়া জোট প্রার্থীদের জয়ী করার জন্য। তারা তুলে ধরেছেন ইন্ডিয়া জোট এর ২৫ টি গ্যারান্টির কথা।

Exit mobile version