জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধলেশ্বরস্থিত গোরক্ষনাথ মন্দিরে ৯ বনমালিপুর যুব মোর্চার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে যুব মোর্চার কার্যকর্তারা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব ও প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষসহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমকে ৯ বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব জানান বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল ২০২৩ বিধানসভা নির্বাচন থেকে শুরু করে ২টি উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভ করেছে।
উনার নেতৃত্বে দল সাফল্যের দিকে এগিয়ে চলছে ও আগামী ৩ তারিখের পর বনমালিপুরের অভিভাবক রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসাবে ঘোষিত হওয়ার পর রাজ্যের জন্য আরো ভালো কিছু করবেন বলে জানান তিনি।