Site icon janatar kalam

বিজেপি সকল ধর্ম ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা রাখে : ভগবান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিখ ধর্মের গুরু গোবিন্দ সিং এর দুই বীর সন্তান দেশের জন্যে আত্মবলিদান করেছিল। সেই বীর শিশুদের স্মরণে বীর বালক দিবস পালন করে বিজেপি। সারা দেশের সঙ্গে রাজ্যেও প্রদেশ বিজেপির উদ্যোগে যথা যোগ্য মর‍্যাদায় এই দিনটি পালন করা হয়। বৃহস্পতিবার সকালে মূল অনুষ্ঠানটি হয় দলের রাজ্য কার‍্যালয়ে।

এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস, সম্পাদক তাপস মজুমদার, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। উপস্থিত সবাই গুরু গোবিন্দ সিং এর দুই বীর সন্তান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দেশের জন্য আত্মাবলিদান করেছিল এই দুই বীর শিশু। এদিন সারা দেশেই বীর বালক দিবস পালন করেছে বিজেপি।

ভগবান দাস বলেন, বিজেপি সকল ধর্ম ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা রাখে। শুক্রবার লিচু বাগানস্থিতগুরুদোয়ারে শোভাযাত্রা ভজন কীর্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান হবে। তাছাড়া আগামী দিনগুলিতে জেলা স্তরে বীর বালক সম্পর্কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার হবে বলে জানান তিনি।

Exit mobile version