Site icon janatar kalam

বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার মনোনয়ন উপলক্ষে লক্ষিসরাইয়ে শক্তি প্রদর্শন — এনডিএ জয়ের বার্তা স্পষ্ট

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের লক্ষিসরাই বিধানসভা কেন্দ্রে আজ বিজেপি প্রার্থী ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা মনোনয়ন দাখিল করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। মনোনয়ন জমা দেওয়ার পর অনুষ্ঠিত জন-আশীর্বাদ সমাবেশে বিপুল জনসমাগমে উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ সৃষ্টি হয়, যা বিহারে আসন্ন নির্বাচনে এনডিএ-র বিপুল জয়ের ইঙ্গিত বহন করছে।

সমাবেশে বক্তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর দূরদর্শী নেতৃত্বে বিহার আজ উন্নয়ন, সুশাসন, সমৃদ্ধি ও স্থায়িত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জনগণ বহু বছরের দুঃশাসন ও জঙ্গলরাজ থেকে মুক্তি পেতে এখন এনডিএ সরকারের উপর আস্থা রেখেছে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বিহারের মানুষের উদ্যম, কর্মীদের নিষ্ঠা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব—এই তিনের সম্মিলনে রাজ্যে এনডিএ-র জয় এখন প্রায় নিশ্চিত।

এদিনের মনোনয়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজয় কুমার সিনহা-কে আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, “বিজেপির এই ঐক্য, জনগণের ভালোবাসা এবং মোদীজির নেতৃত্ব বিহারে নতুন ইতিহাস রচনা করবে।”

Exit mobile version