জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার উপকণ্ঠে অবস্থিত বড়জলা মণ্ডলের বিজেপি নেতা টিঙ্কুব্রত দাসের বিরুদ্ধে “অশালীন ও হুমকিসূচক মন্তব্যের” অভিযোগে শনিবার পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়ের করল প্রধান বিরোধী দল সিপিআই(এম)।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, টিঙ্কুব্রত দাস সিপিআই(এম) কর্মীদের উদ্দেশে চড়া সুরে বলেন— “ভুল সংশোধন না করলে চামড়া ওঠানো হবে।” এ ধরনের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অভিযোগ, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয়ের উদ্যাপনের সময় মণ্ডল কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি।
ঘটনার দুই দিন পর সিপিআই(এম)-এর সদর জেলা ডিভিশন সেক্রেটারি অমল চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। উপস্থিত ছিলেন বড়জলা সিপিআই(এম) বিধায়ক সুদীপ সরকারও।
থানা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী বলেন, “বিহার নির্বাচনে এনডিএর জয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। কিন্তু তার পরেই ত্রিপুরায় অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের কর্মী–সমর্থকদের ওপর হামলা, দলীয় কার্যালয়ে আগুন, বাইক ভাঙচুর থেকে শুরু করে মাছের ঘেরে বিষ দেওয়া—এমন নানান সহিংসতা ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও যোগ করেন,“এরমধ্যেই বড়জলা মণ্ডলের টিঙ্কুব্রত দাস আমাদের কর্মীদের উদ্দেশে প্রকাশ্যে চামড়া ছাড়ানোর হুমকি দিয়েছেন। আমরা বহুদিন ধরেই বলে আসছি—রাষ্ট্রের আইনের শাসন ভেঙে পড়েছে। মানুষকে শুধু মুখ্যমন্ত্রীকে সমালোচনা করার জন্যই গ্রেপ্তার করা হচ্ছে। আর এখানে শাসকদলের একজন নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। এটাই প্রমাণ করে—আইনের বদলে এখন ‘মণ্ডলের শাসন’ চলছে।”
চক্রবর্তী আশা প্রকাশ করেন—
“আমরা যে মামলা করেছি, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা নিয়ে তদন্ত করে। আইন সবার জন্য সমান হওয়া উচিত।”

