Site icon janatar kalam

বিজেপি নেতাদের বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা’, : মমতা 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগও তুলেছেন তিনি।

বাজেট প্রসঙ্গে এদিন মমতা বলেন, “বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এই পক্ষপাতিত্বটা মেনে নিতে পারছি না। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে।”

কেন্দ্রে এনডিএ সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নীতীশের জেডিইউ এবং চন্দ্রবাবুর টিডিপি। তার পুরস্কারও পেয়েছেন তাঁরা। অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বাজেটে বিপুল সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, “একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগলিকভাবে বাধা… বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে।” বাংলা ভাগ মানে দেশ ভাগ। সেই জন্য ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব”।

উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অংশ করে দেওয়া হোক। একই দিনে সংসদে বাংলা ভাগের প্রসঙ্গ তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তিনি দাবি তোলেন, মালদহ, মুর্শিদাবাদ, আরারিয়া, কিষাণগঞ্জ এবং কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। সেই নিয়েই আজ প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা।

Exit mobile version