Site icon janatar kalam

বিজেপি ক্ষমতা ধরে রাখতে ভোটকৌশল ব্যবহার করছে: মানিক

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)-এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার শনিবার কেন্দ্রীয় বিজেপিকে “ভোট কৌশল” অবলম্বন এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে জনবিরোধী নীতি চালানোর অভিযোগ করেছেন। এই বক্তব্য তিনি আগরতালার জোগেন্দ্রনগর এলাকায় DYFI-এর আয়োজিত রক্তদান শিবিরে রাখেন, যা সিপিআই(এম) নেতা ডঃ অজিত রায় চৌধুরীর ২৫তম শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম) বিধায়ক রামু দাস ও অন্যান্য নেতা নেতৃবৃন্দরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, “গত ১১ বছর ধরে RSS-নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বিজেপি সরকার সকল প্রকার জনবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। ত্রিপুরা অরাজকতার অবস্থায় পৌঁছেছে। বিজেপি শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, SC, ST, হিন্দু, মুসলিমসহ সকলকে নিশানা করছে। এটি শক্তির চিহ্ন নয়, বরং দুর্বলতার প্রতীক।”

তিনি আরও অভিযোগ করেন, গত লোকসভা নির্বাচনে “এবার ৪০০ পার” স্লোগান দিলেও বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং ২৪০টি আসন জয়ের পরও সহযোগী পার্টির ওপর নির্ভর করতে হয়েছে। সরকার “ঋণী কাঁধে চলছে” বলে তিনি ব্যঙ্গ করেন।

মানিক সরকার নির্বাচন প্রক্রিয়ায় কৃত্রিমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিহারের ভোটার তালিকার প্রথম খসড়া সংস্করণে প্রায় ৬৫ লাখ নাম বাদ পড়েছে, যার বেশিরভাগ SC, ST ও সংখ্যালঘু সম্প্রদায়ের। তিনি বলেন, “এটি বিজেপির প্রচেষ্টা, বিরোধী শক্তিকে চুপ করানো এবং ভোটারদের সঙ্গে কৌশল চালানো।” এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভও চলছে।

সর্বশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য “ভোট কৌশলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে”, তবে সাধারণ মানুষের বাস্তব সমস্যা উপেক্ষা করা হচ্ছে।

Exit mobile version