Site icon janatar kalam

বিজেপি আমলে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন। প্রয়াত বাম প্রার্থীকে শেষ শ্রদ্ধা জানিয়ে একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন যে দল দেড় মাস আগে ৮০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে।

রবিবার সকালে প্রয়াত দক্ষিণ জিলা পরিষদের বাম প্রার্থী তথা সিপিএম নেতা বাদল শীলের মৃতদেহ শোক মিছিল করে নিয়ে আসা হয় সিপিএম রাজ্য দপ্তরে সেখানে দলীয় পতাকা দিয়ে শবদেহ ঢেকে দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, রমা দাস, পবিত্র কর-রা। এর পরে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মানিক দে, সুধন দাস, রমা দাস, পবিত্র কর, নারায়ণ কর সহ বাম নেতৃত্ব। সেখান থেকে শোক মিছিল করে শবদেহ নিয়ে যাওয়া হয় নাগেরজলা পর্যন্ত।

এর পর শবদেহ বিলোনিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। উল্লেখ্য দক্ষিণ জিলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন বাদল শীল। অভিযোগ এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী স্থানীয় বাজারে উনাকে আক্রমণ করে গুরুতর আহত করে।। জিবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যু হয়।

Exit mobile version