janatar kalam

বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ঐতিহাসিক বাইক রেলি চড়িলামে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ঐতিহাসিক বাইক রেলি হয় রবিবার।আয়োজন করা হয়। ভারতীর জনতা পার্টি চড়িলাম মন্ডলের উদ্যোগে চেছরীমাই উচ্চবিদ্যালয় মাঠ থেকে বাইক রেলি সূচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রেলিতে প্রার্থীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস, সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, চড়িলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। চেছরীমাই উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ঐতিহাসিক বাইক রেলি বের হয়। চেছরীমাই বিদ্যালয় হয়ে বিশ্রামগঞ্জ বাজার ঘুরে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে এসে বাইক রেলি শেষ হয়।

রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে গাড়ি থেকে হাত জোর করে প্রণাম করে আশীর্বাদ চান পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মহিলারা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে ফুল ছিটিয়ে বরণ করেন। বাইক রেলি শেষে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে সভায় আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের‌ বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

বাইক রেলিতে যুবকদের পাশাপাশি যুবতীরা স্কুটি নিয়ে অংশগ্রহণ করেন। সভায় প্রার্থী বিরোধী কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে।

 

 

Exit mobile version