Site icon janatar kalam

বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওয়ার্কিং প্রেসিডেন্ট নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। দলের জাতীয় রিটার্নিং অফিসার ড. কে. লক্ষ্মণ আজ নয়াদিল্লির বিজেপি সদর দফতরে ‘সংগঠন পর্ব’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনের ঘোষণা করেন এবং নির্বাচনী শংসাপত্র তুলে দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি নীতিন নবীনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।

সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নীতিন নবীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সর্বোচ্চ পদে পৌঁছানোর এই সুযোগ তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দকে তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতিদের স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সভাপতিদের শুভেচ্ছা জানান। তিনি ২০০৬ সালে প্রথমবার বিধায়ক হওয়ার সময় থেকে শুরু করে নিজের রাজনৈতিক ও সাংগঠনিক যাত্রার কথাও স্মরণ করেন।

নীতিন নবীন এই দিনটিকে ‘সংকল্পের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ১৪০ কোটি ভারতবাসী নিরলসভাবে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, নীতিন নবীন বিজেপির ইতিহাসে সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতি এবং বিহার থেকে এই পদে নির্বাচিত প্রথম নেতা। তিনি বর্তমানে বিহারের পাটনা জেলার ব্যাংকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং নীতিশ কুমার নেতৃত্বাধীন বিহার সরকারের সড়ক নির্মাণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। প্রায় দুই দশকের সাংগঠনিক অভিজ্ঞতা থাকা নীতিন নবীন এর আগে ভারতীয় জনতা যুব মোর্চার বিহার সভাপতি এবং ছত্তীসগঢ়ে বিজেপির নির্বাচন ইনচার্জসহ দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version