Site icon janatar kalam

বিজেপিকে হারিয়ে অনাস্থা ভোটে জয়ী কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার সকাল বেলা কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে নুরপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এটি ৯ ওয়ার্ড বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে এই নয় ওয়ার্ড এর মধ্যে পাঁচটি ওয়ার্ডে জয়লাভ করে বিজেপি এবং চারটি ওয়ার্ড দখল করে কংগ্রেস। স্বাভাবিক ভাবে উক্ত গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে যায়।

কিন্তু বিগত কয়েক মাস পূর্বে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসারের কাছে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা অনাস্থা আনে। এদিন গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গনে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। ৯ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের মধ্যে ৮ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেন।

একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য কোন এক অজ্ঞাত কারণে এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। এদিন প্রধানের বিপক্ষে পড়ে পাঁচটি ভোট এবং প্রধানের পক্ষে পড়ে তিনটি ভোট। সঙ্গতকারণেই ভোটাভুটিতে প্রধান পরাজিত হন। এদিকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

Exit mobile version