Site icon janatar kalam

বিজাপুরে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে সংঘর্ষ, একজন নকশাল নিহত

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ সকাল থেকে জেলার গঙ্গালুর থানা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে সংঘর্ষ চলছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী একজন নকশালকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে একজন নকশালের মৃতদেহ এবং অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, গাঙ্গালুর এলাকার জঙ্গলে এই সংঘর্ষ চলছে এবং এখনও মাঝেমধ্যে গুলিবর্ষণ চলছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। খবর লেখার সময় পর্যন্ত সংঘর্ষ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

Exit mobile version