Site icon janatar kalam

বিগত দিনে রুগ্ন দশায় চলে যাওয়া রাজ্যের অন্যতম ‘চা’ শিল্প বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে : শান্তনা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বায়ার সেলার মিট অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি ,ডিটিডিসি লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, ডিটিডিসির এমডি মানিক লাল দাস সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা জানান ,পূর্বতন সরকারের সময়ে রাজ্যের চা শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন প্রয়াস গ্রহণ করা হয়নি। বর্তমান সরকার আসার পর সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

এরই ফলস্বরুপ এই প্রথম টিটিডিসির উদ্যোগে এই ধরনের মিট অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, আগরতলা টি ই অকশন সেন্টারকে সক্রিয় করে তোলার লক্ষ্যেই এই ধরনের আয়োজন করা হয়েছে।তিনি বলেন চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারি প্রচেষ্টা বা উদ্যোগই সবকিছু নয়।

এর সাথে এগিয়ে আসতে হবে চা শিল্পের সাথে জড়িত বেসরকারি উদ্যোগীদেরও। টি টি সি লিমিটেড আয়োজিত এই বায়ার সেলার মিটে রাজ্যের উদ্যোগিরা ছাড়াও দেশের চা শিল্পের সাথে যুক্ত ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ,ইন্ডিয়ান অকশন অ্যাসোসিয়েশন ,টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, টি বোর্ড ইন্ডিয়া প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পাঁচটি বাগান রয়েছে।

পাশাপাশি আরো ৫৪টি বাগান রয়েছে। এই চা বাগান গুলি থেকে রাজ্যে প্রতিবছর ৯০ লক্ষ কেজি চা উৎপন্ন হয়। এই চা বিক্রির লক্ষ্যেই ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড এই ধরনের বৈঠকের আয়োজন করেছে।

 

 

 

 

 

Exit mobile version