জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই এক দেশ এক ভোটের উদ্যোগ। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে বিজেপির লিগেল সেলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। আলোচনায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করেন। আমরা এতদিন সব বুঝতাম। কিন্তু কাজ করার কোন উপায় আমাদের কাছে থাকতো না। তিন তালাক আইনের বিলুপ্তি সকলেই চাইতেন। কিন্তু কিভাবে এই প্রথা বিলুপ্ত করা যায় সেই উদ্যোগ কেউ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজটাই করে দেখিয়েছেন। রবিবার রাজধানীর সুকান্ত একাডেমীর প্রেক্ষাগৃহে বিজেপি লিগাল সেলের উদ্যোগে আয়োজিত এক দেশ এক নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন ,সিআরপিসির পরিবর্তন ,জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি এ সমস্তই বাস্তবে করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়াকফ প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন ,ওয়াকফ নিয়ে বর্তমানে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ওয়াকফ সংশোধনী আইনও “নিড অফ দা আওয়ার” বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরো বলেন ,এক দেশ এক নির্বাচন শুধু আমাদের দেশেই নয় ,ব্রাজিল ,সুইডেন, বেলজিয়াম ,সাউথ আফ্রিকা, জার্মানি, জাপান, ইউএসএ, ইন্দোনেশিয়া এমনকি ফিলিপিন্সেও এক দেশ এক নির্বাচন আইন রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,স্বচ্ছ অভিযানের মত দেশ থেকে বিভিন্ন কুপ্রথা দূর করে ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ,কংগ্রেসের সময়ে গরিবি হটাও বলে শ্লোগান তোলা হলেও দেশে গরিবদের কল্যাণে প্রকৃতপক্ষে কাজ শুরু হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সময় থেকেই। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই লক্ষ্যে কাজ করে চলছেন। বিকশিত ভারতের লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলছেন।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় ,বিজেপি নেতৃত্ব ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্যরা।