জনতার কলম আগরতলা প্রতিনিধি :-গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সেপাহিজলা জেলায় এক বিশাল যৌথ অভিযান চালানো হয়। সূত্রে জানা গেছে, সোনামুরা মহকুমার অন্তর্গত ধনীরামপুর এডিসি এলাকা, বিজয়নগর এডিসি গ্রাম এলাকা এবং ছাগরিয়া অরণ্যভূমিতে বৃহৎ পরিসরে গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। বনের বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ একর জমিতে বিস্তৃত ৩০টি গাঁজা চাষের প্লট এবং ২টি নার্সারি প্লট সনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযানে মোট প্রায় ২ লক্ষ ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
এই অভিযান যৌথভাবে পরিচালনা করে সোনামুরা থানার পুলিশ, ৮১ ব্যাটালিয়ন বিএসএফ (বাটাডোলা, মাতিনগর, কুলুবাড়ি, এনসি নগর ও আনন্দপুর বিওপি), বক্সনগর, সোনামুরা ও যাত্রাপুরের বনদপ্তরের কর্মকর্তা, এবং ৭ম, ১১তম ও ১৪তম টিএসআর ব্যাটালিয়নের জওয়ানরা।

