জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। রাজ্যে এসেই গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকে বসে পড়েন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেব ও বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী বিধায়করা।বিশেষ করে মন্ত্রী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিদ্যুৎকর্তা চৌমুনিস্থিত পশ্চিম ত্রিপুরা লোকসভা ভোটের কার্যালয়ে। একই সঙ্গে রাজ্যে তারকা প্রচারকদের উপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তালিকা তৈরি করা হয়েছে কে কখন রাজ্যের প্রচারে নামবে।