জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দিলেন রাজধানীর রাজনগর , জয়পুর এলাকার লোকজন। রাজধানীর জয়পুরের বিউটি পার্লারের মহিলা মালিককে গ্রেপ্তারের দাবিতে ফের সরব হল এলাকার একাংশ লোক। রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেয় অভিযুক্তকে শাস্তির আওতায় আনার।
অভিযোগ রাজধানীর জয়পুর এলাকার এক মহিলা পার্লারের আড়ালে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। সম্প্রতি রাজনগর, জয়পুর এলাকার কিছু লোকজন এনিয়ে সরব হন। তারা হানা দিয়ে মহিলার বাড়ি থেকে তিনজনকে আটকও করেছিল। পরে থানার অভিযোগ জানানো হলে অভিযুক্ত পার্লারের মালিককে থানায় আনলে পরের দিন ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও অভিযোগ অভিযুক্ত এলাকায় গিয়ে বিভিন্ন ভাবে লোকজনকে হুমকি দিচ্ছে। এনিয়ে ফের সরব হন রাজনগর এলাকার একটি সংস্থা ও জয়পুরের একাংশ লোক। রবিবার তারা ফের পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দেন। সুরাহা নাহলে প্রয়োজনে পুলিশের মহা নির্দেশকের দ্বারস্থ হবেন বলেও হুমকি দেন।