জনতার কলম ওয়েবডেস্ক:- বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাউরিশিয়াসের প্রধানমন্ত্রী নাভিনচন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রধানমন্ত্রী রামগুলাম গতকাল ভারতের আধ্যাত্মিক শহর বারাণসীতে পৌঁছান এবং সেখানে উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেলের হাত থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন।
এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারত ও মাউরিশিয়াস দুটি পৃথক দেশ হলেও আমাদের স্বপ্ন এক।” তিনি আরও বলেন, “ভারত-মাউরিশিয়াস শুধু অংশীদার নয়, আমরা এক পরিবারের মতো। ভারত সবসময় উপনিবেশবাদ বিরোধী নীতিতে বিশ্বাস করে এবং মাউরিশিয়াসের সম্পূর্ণ সার্বভৌমত্ব স্বীকৃতির পক্ষপাতী।”
প্রধানমন্ত্রী মোদি আরও ঘোষণা করেন, “ভারতের বাইরে প্রথম জন ঔষধি কেন্দ্রটি মাউরিশিয়াসে স্থাপিত হয়েছে।” তিনি উল্লেখ করেন, “শক্তি নিরাপত্তা হল দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।” পাশাপাশি, আইআইটি মাদ্রাস ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট মাউরিশিয়াস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
দ্বিপক্ষীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি, মহাসাগরবিদ্যা, প্রশাসনিক প্রশিক্ষণ এবং টেলিমেট্রির মতো ক্ষেত্রে চারটি সমঝোতা স্মারক (MoU) বিনিময় করা হয়। এছাড়া আরও তিনটি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হয় – শক্তি খাত, ছোট উন্নয়ন প্রকল্পের জন্য ভারতীয় অনুদান সহায়তা, এবং হাইড্রোগ্রাফি খাত।
এই আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগ, আধ্যাত্মিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী জনগণ থেকে জনগণ পর্যন্ত সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। মাউরিশিয়াস প্রধানমন্ত্রী এই সফরে ৯ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে ভারত সফর করছেন।