Site icon janatar kalam

বাম যুব সংগঠনের তরফে সাড়া জাগানো কনভেনশন ডুকলিতে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম যুব সংগঠনের তরফে সাড়া জাগানো কনভেনশন ডুকলিতে। নেশার রমরমা রাজ্যের সর্বত্র, বেকাররা আসক্ত হয়ে পড়ছে নেশায়। অভিযোগ একই সঙ্গে রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা। তাই বেকারদের কর্মসংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।

রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল-সভা, কনভেনশন। রবিবার সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির তরফে হয় কনভেনশন। বিভাগ ভিত্তিক কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রত গোস্বামী, যুব সংগঠনের নেতা নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস সহ অন্যরা।

আলোচনায় বক্তারা শাসক দলের সমালোচনায় মুখর হন। যুব নেতা নবারুণ দেব বলেন, এখন এসব দাবিতে দ্বিতীয় পরাজয়ের আন্দোলন চলছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে তৃতীয় ধাপে শুরু হবে আন্দোলন কর্মসূচী। তিনি বলেন রাজ্যে বেকারত্বের হার প্রতিদিন বাড়ছে।

৫০ হাজারের উপরে শুন্যপদ রয়েছে। রাজ্যে প্রতিবছর অবসরে যাওয়া কর্মচারীর সংখ্যা হচ্ছে সাড়ে ৪ থেকে ৫ হাজার। রাজ্যে চাকরি হয় না বলেই বহিঃরাজ্যে চলে যাচ্ছেন বেকাররা। এছাড়াও বিভিন্ন ইস্যুতে শাসকের সমালোচনা করেন যুব নেতৃত্ব।

Exit mobile version