জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন মেয়র দীপক মজুমদার। এবারে নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দিয়েছেন মেয়র। এমনিতেই মেয়র হিসাবে তার পরিচিতি রয়েছে অনেক। এছাড়াও রামনগরের বাসিন্দা পাশাপাশি একটি ক্লাব সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি। যার ফলে এলাকার একজন সজ্জন ব্যক্তি হিসেবে তার আলাদা একটা পরিচিতি রয়েছে।
এছাড়াও মেয়র হিসেবে গোটা আগরতলা শহরটি দীপক মজুমদারের নখ দর্পণে রয়েছে। এজন্য তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন এই নির্বাচনে তার জয় নিশ্চিত। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য শ্রী মজুমদার সাধারণ ভোটারদের কাছে আহবান রেখেছেন।