Site icon janatar kalam

বাজেটে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী : সুজিত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এপ্রিল মাসে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময়। এর আগেই আদর্শ নির্বাচনে বিধিলাগু হয়ে যাবে। তাই বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করেন তিনি। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এই বাজেটের বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং তাদের বক্তব্য প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বাজেট পেশের পর অ্যাসোসিয়েশনের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে বাজেটের বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এসোসিয়েশনের নেতৃত্ব। এই বিষয়ে সুজিত রায় বলেন, বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতকে দেশের চালিকা শক্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন যা রাজ্যের ব্যবসায়ী ও বাণিজ্য মহলকে উৎসাহিত করেছে। সেই সঙ্গে এক কোটি টাকা পর্যন্ত কোন সুদ ছাড়াই ঋণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেও জানান সুজিত রায়। সব মিলিয়ে এই তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট মানুষের সুবিধার কথা চিন্তা করে তৈরী করা হয়েছে বলে জানান।

 

 

Exit mobile version