Site icon janatar kalam

বাঙালীদের মাতৃভাষা বাংলাকে অস্বীকার করার পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র: আমরা বাঙালী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিল্লি পুলিশের দপ্তর থেকে বাংলাকে বাংলাদেশী ভাষা হিসেবে ঘোষণা করে একটি সার্কুলার প্রকাশ করে। ঠিক এর পরদিন বিজেপির কেন্দ্রীয় কমিটির আই টি সেলের প্রধান অমিত মালব্য দিল্লি পুলিশের মন্তব্যকে সমর্থন করে পরিস্কার ভাবে বলেন বাঙালী নামক জাতি থাকলেও বাংলা নামক কোন ভাষাই নেই। এই মন্তব্য যে শুধু অমিত মালব্য এর নয়, গোটা শাসক দলেরই মনের কথা তার প্রমাণ বিজেপি দলের পক্ষ থেকে এই নিয়ে কেউ মালব্যের মন্তব্যের বিরোধীতা করেনি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন দলের রাজ্যসচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি আরো বলেন, বাঙালীদের মাতৃভাষা বাংলাকে অস্বীকার করার পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র।

স্বাধীনতার পর থেকে বাঙালী জাতির প্রতি যে বিমাতৃসুলভ আচরণ চলছে এর বিরুদ্ধে বাঙালীর হয়ে বিধানসভা এবং লোকসভায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেনি। বর্তমান সময়ে নূতন শিক্ষা নীতিতে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে রবীন্দ্রনাথের কোন গল্প কবিতা নেই। বিদ্যাজোতি প্রকল্পের মাধ্যমে বাংলা ভাষা কে মুছে দেওয়ার কাজ চলছে। যে ভাষা ধ্রুপদী ভাষার তকমা পেল, যে ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত লেখা, যে ভাষার বন্দেমাতরম ধ্বনি বিপ্লবীদের মনে আত্মবলিদানের অনুপ্রেরণা জুগিয়েছে সেই জাতি আজ চক্রব্যূহে আবদ্ধ হতে চলেছে। তাই এর প্রতিবাদে আমরাবাঙালি দল সকল বাঙালিদের একযোগে প্রতিবাদ আন্দোলনে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

Exit mobile version