Site icon janatar kalam

বাইক ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু। মৃত যুবকের নাম মোশারফ হোসেন, বয়স ১৯ বছর। বাড়ি সোনামুড়া মহকুমার রহিমপুর এলাকায়। আগরতলা জি বি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মোশারফ। ঘটনার বিবরনে জানা যায় সোমবার দুপুরে সোনামুড়া মহকুমার কমলনগর হরিয়াটিলা এলাকায় একটি বোলেরো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকের চালক ও আরোহী গুরুতর আহত হলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হয়, সঙ্গে সঙ্গে তাদের জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। এদিন রাতেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ১৯ বছরের যুবক মোশারফ হোসেন। অপর যুবক আরিফ হোসেনের চিকিৎসা চলছে এখন জিবি হাসপাতালেই। মঙ্গলবার মৃত যুবক মোশারফের মৃতদেহ ময়নাতদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

 

 

Exit mobile version