জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে দুর্ঘটনা বেড়েই চলছে। মঙ্গলবার কৈলাসহরের জাতীয় সড়কের উপর পথের বলি এক যুবক। গুরুতর আহত অবস্থায় ঊনকোটি জেলা যুবক। বাইক ও জেসিবির মধ্যে সংঘর্ষে এই ঘটনা। বাইক ও জেসিবির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত এক এনজিও কর্মী। পাশাপাশি আহত হয় সেই বাইকে থাকা এক যুবক।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর বেলা কৈলাসহর কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সরকের উপর। মৃত যুবকের নাম গেয়ানন্দ্র চাকমা, অপর আহত যুবকের নাম অরূপ চাকমা তাদের বাড়ি পেচারতল থানার অন্তর্গত উগলছড়া এলাকায়। নিহত যুবক কৈলাসহর ভগবাননগর স্থিত জেলা হাসপাতালে একটি জরুরী মিটিংয়ে যোগ দিতে আসার সময় এই ঘটনাটি ঘটে।
ওরা বাইকের মধ্যে দুইজন ছিল, কাউলিকুড়া এলাকায় জাতীয় সরকার উপর আসার পর একটি জেসিবি রাস্তার মধ্যে ঘুরাচ্ছিল। সেই সময় কুমারঘাট এর দিক থেকে আশা সেই বাইকটি সজুরে গিয়ে ধাক্কা খায় উক্ত জেসিবির সাথে। যার ফলে বাইকে থাকা দুই ব্যক্তি রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় এক যুবক বর্তমানে যুবকটির মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। চাকমা নামে এক ব্যক্তির চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, এবং জেসিবির চালককে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বাজেয়াপ্ত করা বাইক ও জেসিবিটি। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে নিহত পরিবার ও তার আত্মীয় পরিজনদের মধ্যে।