জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিবেশী বাংলাদেশ সীমান্তঘেঁষা রাজ্যগুলিতে জনসংখ্যার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে বিহার, বিহার থেকে বাংলা, আর বাংলা হয়ে আসাম—সব জায়গাতেই বাংলাদেশ সীমান্তের প্রভাব স্পষ্টভাবে পড়ছে। এই জনসংখ্যাগত পরিবর্তন এখন দেশের জন্য এক গভীর সংকটে পরিণত হয়েছে।”
পূর্ণিয়ায় এক সভায় গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে বিশেষ তদন্ত ও রিপোর্ট (SIR) তৈরি করে কিছু প্রাথমিক সমাধান চিহ্নিত করা হয়েছে, কিন্তু সমস্যা রুখতে এখন বড় পদক্ষেপ প্রয়োজন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই একটি ‘জনসংখ্যা কমিশন’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন।
হিমন্তের কথায়, “এই বিষয়টি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি দেশের পরিচয়ের সঙ্গে জড়িত একটি প্রশ্ন। আমরা আসামে দীর্ঘদিন ধরে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি, এখন ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গেও তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যদি এই জনসংখ্যাগত পরিবর্তন থামানো না যায়, তাহলে মানুষ জমি, চাকরি এমনকি সরকারও হারাবে। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, অনুপ্রবেশকারীদের শাসন হতে দেওয়া চলবে না।”
মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, আসামসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে জনসংখ্যার ভারসাম্য রক্ষাই এখন তাঁর প্রধান রাজনৈতিক বার্তা।

